একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৫০ বর্গ সে.মি.। ত্রিভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য কত?
Solution
Correct Answer: Option A
সমবাহু ত্রিভুজটির প্রতিবাহু a সে.মি হলে
ক্ষেত্রফল =(√৩/৪)a²
শর্তমতে,
(√৩/৪)a²=৫০
বা, a²=(৫০×৪)/√৩
=২০০/√৩
=২০০/১.৭৩২
=১১৫.৪৭
অতএব , a =√১১৫.৪৭=১০.৭৫ সে.মি