৪ জন পুরুষ বা ৬ জন স্ত্রী লোক একটি কাজ ১৬ দিনে শেষ করতে পারলে ২ জন পুরুষ ও ৫ জন স্ত্রী লোক একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারে?

A    ৮

B    ১০

C    ১২

D    ১৫

Solution

Correct Answer: Option C

৪ জন পুরুষ = ৬ জন স্ত্রী লোক
২ জন পুরুষ = (৬ X ২)/৪ = ৩ জন স্ত্রী লোক।
৬ জন স্ত্রী লোক কাজটি করে ১৬ দিনে
(৩+৫) বা ৮ জন স্ত্রীলোক কাজটি করে (১৬ X ৬)/৮ দিনে।
= ১২ দিনে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions