The ____ you worry. the better.
Solution
Correct Answer: Option D
প্রশ্নোক্ত বাক্যে শূন্যস্থানে যত-তত’ অর্থ প্রকাশ করতে less ব্যবহৃত হবে। কারণ যদি better শব্দটির সাথে মিল রেখে more ব্যবহার করা হয়। তাহলে বাক্যের অর্থ অপ্রাসঙ্গিক ও অযৌক্তিক হবে- The more you worry. The better যার অর্থ যত দুশ্চিন্তা করবে তত ভালো। আর less use করলে বাক্যের অর্থ ঠিক থাকে যেমন The less you worry, The better অর্থাৎ যত কম দুশ্চিন্তা করবে তত ভালো।