একটি পানি ভর্তি বালতির ওজন ৬০ কেজি। বালতির এক-চতুর্থাংশ পানিপূর্ণ হলে তার ওজন হয় ৩০ কেজি। বালতিটির ওজন কত?
Solution
Correct Answer: Option A
দেওয়া আছে,
বালতি + ১ অংশ পানির ওজন = ৬০ কেজি
বালতি +১/৪ ,, ,, ,, = ৩০ ,,
(-) (-)
(১-১/৪) ,, ,, ,, = ৩০ কেজি
⇒৩/৪ ,, ,, ,, = ৩০ ,,
⇒ ১ ,, ,, ,, =৩০*৪ ,,
= ৪০ কেজি
এখন, বালতি + ১ অংশ পানির ওজন ৬০ কেজি
⇒ বালতির ওজন + ৪০ কেজি = ৬০ কেজি
⇒ বালতির ওজন = ৬০ কেজি - ৪০ কেজি
.: বালতির ওজন = ২০ কেজি