কোনটি গুণবাচক বিশেষ্য?

A সৌন্দর্য

B দর্শন

C লবণ

D ভোজন

Solution

Correct Answer: Option A

যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তাকে গুণবাচক বিশেষ্য বলে। যেমন: সৌন্দর্য, মধুরতা, তারল্য, তিক্ততা, তারুণ্য, সৌরভ, স্বাস্থ্য, যৌবন, সুখ, দুঃখ, সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য ইত্যাদি।

লবণ- বস্তুবাচক বিশেষ্য;
দর্শন ও ভোজন- ভাববাচক বিশেষ্য।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions