বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন কয়টি?
A ৩০০টি
B ৩৫০টি
C ৩৬০টি
D ৪০০টি
Solution
Correct Answer: Option B
বাংলাদেশের জাতীয় সংসদের সংসদীয় আসন মোট ৩৫০টি। এর মধ্যে ৩০০ টি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদস্যদের এবং বাকী ৫০টি সংরক্ষিত নারী সদস্যদের জন্য নির্ধারিত।