'কেঁচে গণ্ডুষ' বাগধারার অর্থ-
A মূর্খ
B আশায় নৈরাশ্য
C নিতান্ত অলস
D পুনরায় আরম্ভ
Solution
Correct Answer: Option D
- 'কেঁচে গণ্ডুষ' বাগধারার অর্থ পুনরায় আরম্ভ।
অন্যঅপশনগুলো-
- গুড়ে বালি বাগধারার অর্থ- আশায় নৈরাশ্য;
- নাড়াবুনে বাগধারার অর্থ- মূর্খ;
- গোঁফ খেজুরে বাগধারার অর্থ- নিতান্ত অলস।