Solution
Correct Answer: Option A
- তেঁতুলিয়া হলো বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা, যা পঞ্চগড় জেলায় অবস্থিত।
- এর উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলা অবস্থিত, তাই শীতকালে এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।
- ভৌগোলিক অবস্থান অনুযায়ী বাংলাদেশের সর্ব উত্তরের স্থান হলো বাংলাবান্ধা (মতান্তরে জায়গিরজোত), যা এই তেঁতুলিয়া উপজেলারই অন্তর্গত।
- বাংলাদেশের অন্যান্য প্রান্তীয় উপজেলার মধ্যে সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফ (কক্সবাজার) এবং সর্ব পূর্বের উপজেলা থানচি (বান্দরবান)।
- এছাড়াও বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলা হলো শিবগঞ্জ, যা চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত।