বাংলা বর্ণমালায় বর্ণীয় 'ৰ' অভ্যস্থ 'ব'- এর কিসে কোনো পার্থক্য নেই?
A বিন্যাসে
B অবস্থানে
C আকৃতিতে
D শব্দ ব্যবহারে
Solution
Correct Answer: Option C
অন্তস্থ “ব”এর উচ্চারণ অনেকটা “ওঅ” এবং “ওআ” এর মাঝামাঝি হত। যেমন : “স্বস্তি” শব্দটিকে আমরা “শস্তি” হিসেবে উচ্চারণ করলেও এর সঠিক উচ্চারণ ছিল অনেকটা “শোঅস্তি” এবং “শোআস্তি” এর মাঝামাঝি। কিন্তু “শস্তি” এর সাথে উচ্চারণ পার্থক্য খুবই নগন্য। এতই নগন্য যে বলার সময় কিংবা শোনার সময় সেটা বোঝাই যায় না। যে কারণে পরবর্তীতে বাংলা বর্ণমালা থেকে অন্তস্থ “ব” বাদ দেয়া হয়। এখন শুধুমাত্র একটিই “ব” আছে।