কোন পুরুষবাচক শব্দটির একাধিক স্ত্রীবাচক রূপ হয়?
A ঠাকুর
B রাজা
C কুমার
D হুজুর
Solution
Correct Answer: Option A
কিছু কিছু পুরুষবাচক শব্দের দুটি করে স্ত্রীবাচক শব্দ রয়েছে। যেমন:
দেবর - ননদ এবং জা
ভাই - বোন এবং ভাবী( ভাইয়ের স্ত্রী)
ঠাকুল - ঠাকুরানী/ঠাকুরুন/ঠাকুরাইন