Solution
Correct Answer: Option A
নীহাররঞ্জন রায় রচিত ‘বাঙ্গালীর ইতিহাস : আদি পর্ব' (১৯৪৯) প্রথমে ‘বুক এম্পোরিয়াম' এবং পরবর্তীতে দে'জ পাবলিশিং, কলকাতা থেকে প্রকাশিত হয়। ১৯২৭ থেকে ১৯৩৩ সালে তিনি কিছুকাল তাঁর শিক্ষক অধ্যাপক বেণীমাধব বড়ুয়ার সাথে বার্মায় কাটান এবং একত্রে বার্মিজ মন্দির স্থাপত্যের উপর ব্যাপক গবেষণা চালান। এ গবেষণার ফলে কারুশিল্পের প্রতি তাঁর আকর্ষণ গভীর হয় এবং তিনি উপলব্ধি করেন যে সমাজ, রাষ্ট্র ও সংস্কৃতির বৃহত্তর পরিমণ্ডল থেকে বিচ্ছিন্নভাবে শিল্পকলা সম্পর্কে অধ্যয়ন করা যায় না। বার্মাতেই তাঁর মনে বিভিন্ন জাতিগোষ্ঠীর অবিচ্ছিন্নতার ধারণা দৃঢ়বদ্ধ হয়, যা পূর্ণ পরিণতি লাভ করে ১৯৪৯ সালে প্রকাশিত ‘বাঙ্গালীর ইতিহাস' গ্রন্থে। গ্রন্থটির মোট ১৫টি অধ্যায়ে প্রাচীন বাঙালি জীবনের সকল দিক হাজার বছর ধরে কালের স্রোতের আঘাতে আঘাতে কেমন করে ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করলো, তা তলিয়ে দেখার ও বোঝার এবং যুক্তি ও প্রমাণ দ্বারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন।