১৫২৪ সালে ভারতে ফিরিঙ্গির ভাইসরয় কে ছিলেন?

A বার্থোলোমিউ দিয়াজ

B ভাস্কো দা গামা

C অ্যাফোনসো ডি আল বুকার্ক

D আলমেইদো

Solution

Correct Answer: Option B

- পর্তুগালের রাজা প্রথম ম্যানুয়েলের পৃষ্ঠপোষকতায় পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ১৪৯৭ সালে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। 
১৪৯৮ সালের মে মাসে উত্তমাশা অন্তরীপ হয়ে তিনি ভারতের কালিকট বন্দরে পৌছান।
- এরপর থেকে ভারতীয় উপমহাদেশে ইউরোপীয়দের আগমন শুরু হয়।
-১৫২৪ সালে ভারতে পর্তুগিজ  ভাইসরয় হিশেবে নিয়োজিত ছিলেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions