ক, খ ও গ এর মাসিক বেতনের অনুপাত ২: ৩ : ৫। গ এর মাসিক বেতন ক অপেক্ষা ১২০০০ টাকা বেশি হলে খ এর বেতন কত?
Solution
Correct Answer: Option C
মনেকরি,
‘ক’ এর মাসিক বেতন = ২x
'খ' ,, ,, ,, = ৩x
'গ' ,, ,, ,, = 5x
প্রশ্নমতে, ৫x - ২x = ১২০০০
⇒৩x = ১২০০০
⇒ x = ৪০০০
.: ‘খ’ এর বেতন = ৩ × ৪০০০
= ১২০০০ টাকা