-বাংলা মাসের তারিখ বোঝাতে যে সংখ্যাবাচক শব্দ ব্যবহত হয় , তাকে তারিখবাচক শব্দ বলে । যেমন: পয়লা বৈশাখ, বাইশে শ্রাবন ইত্যাদি । তারিখবাচক শব্দের প্রথম চারটি অর্থাৎ ১ থেকে ৪ পর্যন্ত হিন্দি নিয়মে সাধিত হয় ।
-আর পাঁচ থেকে একত্রিশ পর্যন্ত তারিখবাচক সংখ্যা বাংলার নিজস্ব ভঙ্গিতে গঠিত হয়।