Solution
Correct Answer: Option B
- শওকত ওসমান রচিত প্রতীকাশ্রয়ী উপন্যাস ‘ক্রীতদাসের হাসি' (১৯৬২)। উপন্যাসটি আরব্য রজনী ‘আলিফ লায়লা ওয়া লায়লা' এর শেষ গল্প ‘জাহাকুল আবদ এর অনুবাদ কিন্তু সর্বাংশে নয়। এ উপন্যাসে কেন্দ্রীয় চরিত্র তাতারী। বাগদাদের বাদশা হারুন অর রশিদ অত্যাচারী। সে ক্রীতদাস তাতারি ও বাঁদি মেহেরজানের প্রণয়ে বাঁধা সৃষ্টি এবং তাতারিকে গৃহবন্দী ও অত্যাচার করে। তাতারি আমৃত্যু বাদশা হারুনের নির্যাতনের প্রতিবাদ করে যায়। এখানে তাতারি বাঙালি জনতার এবং বাদশা হারুন আইয়ুব খানের প্রতীক।
- ‘চিলেকোঠার সেপাই' উপন্যাসের চরিত্র- ওসমান, খিজির;
- ‘লালসালু’ উপন্যাসের চরিত্র- মজিদ, রহিমা, জমিলা;
- ‘চাঁদের অমাবস্যা' উপন্যাসের চরিত্র- আরেফ আলী, কাদের মিয়া, দাদা সাহেব।