সবচেয়ে হালকা গ্যাস কোনটি?
A হাইড্রোজেন
B হিলিয়াম
C নাইট্রোজেন
D আর্গন
Solution
Correct Answer: Option A
✔ সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন ।
✔মৌলিক গ্যাস এর মধ্যে সবচেয়ে ভারী র্যাডন ।
✔সবচেয়ে ভারী ধাতু প্লাটিনাম ।
✔সবচেয়ে ভারী তরল ধাতু পারদ ।
✔সোডিয়াম ও পটাসিয়াম পানির থেকেও হালকা।