0, 1, 2, 3, 4 অংকগুলি দ্বারা কতগুলি পাঁচ অংকের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে?
Solution
Correct Answer: Option A
0, 1, 2, 3, 4, থেকে পাঁচ অংক বিশিষ্ট সংখ্যা = 5!
= 120
কিন্তু 0 কে প্রথমে রাখলে সাজানো যায় = (5–1)!
= 4!
= 24
[নোট: ০ কে প্রথমে রেখে কোনো অর্থপূর্ণ সংখ্যাগঠন সম্ভব না।]
.: মোট অর্থপূর্ণ সংখ্যা = 120-24 = 96