Solution
Correct Answer: Option A
আর্সেনিক একটি ধাতব মৌল। এর রাসায়নিক সংকেত AS। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা ৩৩ আর ভর ৭৪.৯২। প্রকৃতিতে আর্সেনিক বিভিন্ন যৌগ আকারে পাওয়া যায়। আর্সেনিক যুক্ত পানি পান করলে স্বাস্থের মারাত্মক ঝুঁকি তৈরি করে। বর্তমানে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, সুইডেন, ভিয়েতনাম, চীনসহ অনেক দেশে আর্সেনিককে একটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত করা হয়। অনেকদিন ধরে আর্সেনিকযুক্ত ধরে আর্সেনিকযুক্ত পানি পান করলে আর্সেনিকোসিস রোগ দেখা দেয়। বাংলাদেশের নলকূপের পানিতে আর্সেনিকের উপস্থিতি মাত্রা ১.০১ মি. গ্রাম/লিটার।