প্রতারণামূলকভাবে সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড ও ক্রেডিট কার্ড নম্বর অর্জন করার জন্য ইন্টারনেট ব্যবহার করার অনুশীলনকে কী বলা হয়?
Solution
Correct Answer: Option A
ইন্টারনেট ব্যবস্থায় কোনো সুপ্রতিষ্ঠিত ওয়েবসাইট নকল করে প্রতারণার মাধ্যমে কারো কাছে ব্যক্তিগত তথ্য (যেমন- ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য) সংগ্রহ করাকে ফিশিং বলে। প্রতারক তাদের শিকারকে কোনোভাবে ধোঁকা দিয়ে তাদের ওয়েবসাইটে নিয়ে যায়। আর এ ওয়েবসাইটটি সংশ্লিষ্ট ব্যবহারকারীর ই- মেইল, ব্যাংক বা ক্রেডিট কার্ডের আসল ওয়েব সাইটের চেহারা নকল করে থাকে। ব্যবহারকারী সেটাকে আসল ওয়েবসাইট ভেবে নিজের তথ্য প্রদান করলে সেই তথ্য প্রতারকের হাতে চলে যায়।
-অন্যদিকে, ই-মেইল অ্যাকাউন্টে প্রায়ই কিছু অচেনা ও অপ্রয়োজনীয় ই-মেইল পাওয়া যায়। যা আমাদের বিরক্তি ঘটায়। এ ধরনের ই-মেইলকে সাধারণত SPAM (Stupid Pointless Annoying Message) মেইল বলে। যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট কোনো একটি ই-মেইল অ্যাড্রেসে শত শত বা লাখ লাখ মেইল প্রেরনের মাধ্যমে সার্ভারকে ব্যস্ত বা মেমরি দখল করে, তখন এই পদ্ধতিকে স্প্যামিং বলে।