দুইটি গোলকের ব্যাসার্ধের ৩ : ২ হলে তাদের আয়তনের অনুপাত কত?

A ৯ : ৪

B ১২ : ৪

C ২৭ : ৪

D ২৭:৮

Solution

Correct Answer: Option D

প্রথম গোলকের ব্যাসার্ধ ৩r হলে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ ২r
প্রথম গোলকের আয়তন = ৪/৩π(৩r) = ৪/৩ *২৭πr
দ্বিতীয় গোলকের আয়তন =৪/৩π(২r) = ৪/৩ *৮πr

⇒ প্রথম গোলকের আয়তন/দ্বিতীয় গোলকের আয়তন
= (২৭πr3*৪/৩)/(৮πr3*৪/৩)
=২৭/৮
.:প্রথম গোলকের আয়তন : দ্বিতীয় গোলকের আয়তন
= ২৭ : ৮

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions