নিম্নের কোন দেশটি ‘মেলানেশিয়া’ অঞ্চলের অন্তর্ভুক্ত?
Solution
Correct Answer: Option D
- মেলানেশিয়া -'মেলানেশিয়া' শব্দটি গ্রীক থেকে এসেছে এবং এর অর্থ 'কালো দ্বীপ'।
- মেলানেশিয়া দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি অঞ্চল যা প্রায় ২,০০০ দ্বীপ নিয়ে গঠিত।
এই অঞ্চলের দেশগুলো হলো:
১. পাপুয়া নিউগিনি, ২. সলোমন দ্বীপপুঞ্জ, ৩. ভানুয়াতু এবং ৪. ফিজি।