‘সিকি’ কোন ধরনের শব্দ?

A অংকবাচক

B গণনাবাচক

C পূরণবাচক

D তারিখবাচক

Solution

Correct Answer: Option B

একাধিকবার একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া যায়, তাই পরিমাণ বা গণনাবাচক সংখ্যা। যেমন: সপ্ত (সাত) + অহ (দিনক্ষণ) = সপ্তাহ (সাত দিনের সমষ্টি)। এখানে দিন একটি একক; সাতটি দিন বা সাতটি একক মিলে হয়েছে সপ্তাহ। অঙ্কবাচক শব্দগুলোকে কথায় লিখলে তাকে পরিমাণ বা গণনাবাচক সংখ্যা বলে। যেমন: এক, দুই, তিন। আবার, পূর্ণসংখ্যার ন্যূনতা বা আধিক্য বাচক ‘সংখ্যা শব্দ' (ভগ্নসংখ্যাবাচক শব্দ) হলো গণনাবাচক শব্দ । যেমন: চৌথা / সিকি / পোয়া, তেহাই, অর্ধ / আধা ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions