বাংলাদেশের মানচিত্র প্রথম কে অংকন করেন ?
Solution
Correct Answer: Option A
১ জানুয়ারি ১৭৬৭ ′Bengal Survey′ নামে প্রতিষ্ঠানের মাধ্যমে জেমস্ রেনেল সর্বপ্রথম ভারতের মানচিত্র অঙ্কন করেন, যা ১৯৪৭ পর্যন্ত বলবৎ ছিল। পরবর্তীতে ১৯৭১ সালে স্বাধীনতা – পরবর্তী এ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে Survey of Bangladesh রাখা হয়।