- সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাত্র ১৯ বছর বয়সে সংস্কৃত কলেজ থেকে ১৮৩৯ সালে ‘বিদ্যাসাগর’ উপাধি লাভ করেন।
- তাঁর পারিবারিক উপাধি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং তিনি ‘ঈশ্বরচন্দ্র শর্মা’ নামে স্বাক্ষর করতেন।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক রচিত মৌলিক গ্রন্থ ‘প্রভাবতী সম্ভাষণ (১৮৬৩), ‘অতি অল্প হইল' (১৮৭৩), ‘আবার অতি অল্প হইল' (১৮৭৩), ‘ব্রজবিলাস' (১৮৮৫), 'রত্ন পরীক্ষা' (১৮৮৬) প্রভৃতি।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক অনূদিত গ্রন্থসমূহ: ‘বেতালপঞ্চবিংশতি’ (১৮৪৭), ‘জীবনচরিত' (১৮৪৯), ‘শকুন্তলা (১৮৫৪), (১৮৫৪), 'সীতার বনবাস’ ‘সীতার বনবাস’ (১৮৬০), ‘ভ্রান্তিবিলাস’ (১৮৬৯), ‘বাঙালার ইতিহাস (১৮৭৮)।