ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবে ‘বিদ্যাসাগর’ উপাধি দেওয়া হয়?

A ১৮৫১ সালে

B ১৮৪৭ সালে

C ১৮৩৯ সালে

D ১৯৪১ সালে

Solution

Correct Answer: Option C

- সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাত্র ১৯ বছর বয়সে সংস্কৃত কলেজ থেকে ১৮৩৯ সালে ‘বিদ্যাসাগর’ উপাধি লাভ করেন।
- তাঁর পারিবারিক উপাধি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং তিনি ‘ঈশ্বরচন্দ্র শর্মা’ নামে স্বাক্ষর করতেন। 
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক রচিত মৌলিক গ্রন্থ ‘প্রভাবতী সম্ভাষণ (১৮৬৩), ‘অতি অল্প হইল' (১৮৭৩), ‘আবার অতি অল্প হইল' (১৮৭৩), ‘ব্রজবিলাস' (১৮৮৫), 'রত্ন পরীক্ষা' (১৮৮৬) প্রভৃতি।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক অনূদিত গ্রন্থসমূহ: ‘বেতালপঞ্চবিংশতি’ (১৮৪৭), ‘জীবনচরিত' (১৮৪৯), ‘শকুন্তলা (১৮৫৪), (১৮৫৪), 'সীতার বনবাস’ ‘সীতার বনবাস’ (১৮৬০), ‘ভ্রান্তিবিলাস’ (১৮৬৯), ‘বাঙালার ইতিহাস (১৮৭৮)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions