Solution
Correct Answer: Option D
যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে (সংস্কৃত নিয়মে) সম্প্রদান কারক বলে। বস্তু নয়, ব্যক্তিই সম্প্রদান কারক। ক্রিয়ার সাথে কাকে (দান) দিয়ে প্রশ্নের উত্তরে যাকে পাওয়া যায় তাই সম্প্রদান কারক। যেমন: অন্ধজনে দয়া কর । প্রদত্ত উদাহরণে অন্ধকে দয়া করার কথা বলা হয়েছে, যা সম্প্রদান কারকের শর্তের সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রদত্ত বাক্যে ‘অন্ধজন' এর সাথে ৭মী বিভক্তি (অন্ধজন+এ) যোগ হওয়ায় এটি সম্প্রদান কারকে ৭মী বিভক্তি।