-সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্য ‘ছাড়পত্র' (১৯৪৭), যা তাঁর মৃত্যুর তিনমাস পরে প্রকাশিত হয়।
-শোষিত মানুষের জীবন-যন্ত্রনা, বিক্ষোভ ও বিদ্রোহ, অনাচার ও বৈষম্যের প্রতিবাদ এ কাব্যের প্রধান বিষয়বস্তু।
- এ কাব্যের অন্যতম কবিতা 'ছাড়পত্র' ও 'আঠারো বছর বয়স।
-তাঁর রচিত অন্যান্য কাব্য: ‘ঘুম নেই' (১৯৫০), 'পূর্বাভাস' (১৯৫০), 'মিঠেকড়া' (১৯৫১), 'অভিযান' (১৯৫৩), 'হরতাল' (১৯৬২), 'গীতিগুচ্ছ' (১৯৬৫)।