A প্রথম বাঙালি নারী ঔপন্যাসিক
B প্রথম বাঙালি নারী প্রকাশক
C বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি
D প্রথম বাঙালি নাট্যকার
Solution
Correct Answer: Option C
-বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি ও প্রথম বাঙালি নারী কবি চন্দ্রাবতী।-
তিনি ১৫৫০ সালে ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার মাইজকাপন ইউনিয়নের পাতোয়ারি গ্রামে জন্মগ্রহণ করেন।
-তাঁর পিতা মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাস।
-তাঁর রচিত কাব্য: ‘রামায়ণ’ (অনূদিত), ‘মলুয়া', ‘দস্যু কেনারামের পালা।
-তিনি রামায়ণের প্রথম মহিলা অনুবাদক।