‘আমার হৃদয়-ক্ষেত্রে আশার বীজ উপ্ত হলো।’ বাক্যে কোন ধরনের ভুল রয়েছে?
A দুর্বোধ্যতা
B উপমার ভুল প্রয়োগ
C বাহুল্য দোষ
D কোন ভুল নেই
Solution
Correct Answer: Option D
আমার হৃদয়-মন্দিরে আশার বীজ উপ্ত হলো- এই বাক্যটিতে উপমা প্রয়োগের ভুল রয়েছে। কিন্তু, আমার হৃদয়-ক্ষেত্রে আশার বীজ উপ্ত হলো-বাক্যে কোন ভুল নেই।