কোনটি আত্মবাচক সর্বনাম?

A খোদ

B এই

C কে

D নিজে নিজে

Solution

Correct Answer: Option A

- বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয়, তাকে সর্বনাম বলে। কর্তা নিজেই কোনো কাজ করছে, জোর দিয়ে বোঝানোর জন্য যে ধরনের সর্বনাম ব্যবহার করা হয়, তাই আত্মবাচক সর্বনাম।
যেমন:
- নিজে (সে নিজে অঙ্কটা করছে), স্বয়ং, খোদ ইত্যাদি।
- নিজে নিজে- পারস্পরিক সর্বনাম;
- কে- প্রশ্নবাচক সর্বনাম;
- এই- নির্দেশক সর্বনাম।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions