কোন মহাদেশ থেকে গর্ত করে বাংলাদেশে আসা যাবে?

A উত্তর আমেরিকা

B দক্ষিণ আমেরিকা

C ওশেনিয়া

D অ্যান্টার্কটিকা

Solution

Correct Answer: Option B

-বাংলাদেশের প্রতিপাদস্থান হচ্ছে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। অর্থাৎ, চিলির নিকট প্রশান্ত মহাসাগর থেকে পৃথিবীর কেন্দ্র ভেদ করে সরলরেখা বরাবর যদি কোন গর্ত খুড়ে যাওয়া যায় তবে বাংলাদেশে গিয়ে বের হবো।
-চিলি দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions