Which Bangladeshi is the co-founder of Youtube?
Solution
Correct Answer: Option D
জাওয়েদ করিম একজন বাংলাদেশি-আমেরিকান ইন্টারনেট ব্যক্তিত্ব এবং উদ্যোক্তা। তিনি ইউটিউবের তিনজন সহ-প্রতিষ্ঠাতার একজন (চ্যাড হার্লে এবং স্টিভ চেনের সাথে)। তিনি ইউটিউবের প্রথম ভিডিওটিও আপলোড করেছিলেন। যদিও তিনি পরবর্তীতে ইউটিউব থেকে সরে আসেন, তবুও তাঁর ভূমিকা ইউটিউবের সৃষ্টি এবং বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ।