Correct Answer: Option A
সুফিয়া কামাল রচিত ‘জন্মেছি এই দেশে' কবিতার বিখ্যাত পঙ্ক্তি- ‘মুক্ত আকাশে মুক্ত মনের / সেই গান চলে ভেসে / জন্মেছি মাগো তোমার কোলেতে/ মরি যেন এই দেশে।
সুফিয়া কামাল বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions