‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে’ এটি কার উক্তি?

A সুফিয়া কামাল

B কায়কোবাদ

C জসীমউদ্দীন

D জীবনানন্দ দাশ

Solution

Correct Answer: Option A

সুফিয়া কামাল রচিত ‘জন্মেছি এই দেশে' কবিতার বিখ্যাত পঙ্ক্তি- ‘মুক্ত আকাশে মুক্ত মনের / সেই গান চলে ভেসে / জন্মেছি মাগো তোমার কোলেতে/ মরি যেন এই দেশে।

সুফিয়া কামাল বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ।

তাঁর রচিত কাব্যগ্রন্থ
- সাঁঝের মায়া (১৯৩৮)
- মায়া কাজল (১৯৫১)
- মৃত্তিকার ঘ্রাণ (১৯৭০)
- মোর জাদুদের সমাধি পরে (১৯৭২)
- মন ও জীবন (১৯৫৭)
- প্রশস্তি ও প্রার্থনা (১৯৫৮)
- উদাত্ত পৃথিবী (১৯৬৪)
- দিওয়ান (১৯৬৬)
- অভিযাত্রিক (১৯৬৯)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions