Solution
Correct Answer: Option D
শামসুর রাহমান রচিত ‘প্রিয় স্বাধীনতা কবিতার বিখ্যাত পঙ্ক্তি- ‘মেঘনা নদী দেব পাড়ি / কল-অলা এক নায়ে।/ আবার আমি যাব আমার / পাহাড়তলী গাঁয়ে।'
তাঁর রচিত অন্যান্য বিখ্যাত কবিতা:
- ‘হাতির শুড়’,
- ‘টেলেমেকাস',
- ‘বর্ণমালা,
- আমার দুঃখিনী বর্ণমালা’,
- ‘আসাদের শার্ট’,
- ‘স্বাধীনতা তুমি’,
- ‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা।'