‘হাতেখড়ি’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
A হাতের খড়ি
B হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে
C খড়ির হাত
D হাতে খড়ি
Solution
Correct Answer: Option B
ব্যাসবাক্যের মধ্যবর্তী পদ বা ব্যাখ্যামূলক মধ্যপদ
লোপ পেয়ে যে বহুব্রীহি সমাস হয়, তাকে মধ্যপদলোপী,
বহুব্রীহি সমাস বলে। যেমন: হাতে খড়ি দেয়া হয় যে
অনুষ্ঠানে = হাতেখড়ি।