সম্ভ্রমাত্মক, তুচ্ছাত্মকভেদে কোন পক্ষের ক্রিয়ারূপে পতিবর্তন হয় না?

A বক্তা পক্ষ

B শ্রোতা পক্ষ

C অন্য পক্ষ

D শ্রোতা পক্ষ এবং অন্য পক্ষ উভয়

Solution

Correct Answer: Option A

সম্ভ্রমাত্মক, তুচ্ছাত্মকভেদে শ্রোতা পক্ষ বা মধ্যম পুরুষ এবং অন্য পক্ষ বা নাম পুরুষের ক্রিয়ার রূপের পরিবর্তন হয়। কিন্তু বক্তা বা উওম, পুরুষের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। উদাহরণ- তোমরা যাও> আপনারা যান> তোরা যা, সে যায়> তিনি যান> এটা যায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions