বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী-পুরুষের সমতা
নিশ্চিত করা হয়েছে?
Solution
Correct Answer: Option C
বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগের মৌলিক
অধিকার এর ২৮(২) অনুচ্ছেদ অনুযায়ী,
রাষ্ট্র ও
গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার লাভ
করবে। ২৯(২) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষ ভেদ বা
জন্মস্থানের কারণে নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ
লাভের অযোগ্য হবেন না কিংবা সে ক্ষেত্রে তার প্রতি বৈষম্য
নিশ্চয়তাদান। ৩৯ (২ক) প্রত্যেক নাগরিকের বাক্ ও
প্রদর্শন করা যাবে না। ৩৯(১) চিন্তা ও বিবেকের স্বাধীনতার
ভাবপ্রকাশের স্বাধীনতার অধিকারের এবং ৩৯ (২খ)
সংবাদক্ষেত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা।