‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে' এই উক্তিটি কোন কবির?
A বিদ্যাপতি
B গোবিন্দ দাস
C রবীন্দ্রনাথ ঠাকুর
D সৈয়দ মুজতবা আলী
Solution
Correct Answer: Option C
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘কড়ি ও কোমল’ (১৮৮৬)
কাব্যের অন্তর্ভুক্ত ‘প্রাণ’ কবিতার বিখ্যাত পঙ্ক্তি- ‘মরিতে
চাহি না আমি সুন্দর ভুবনে, / মানবের মাঝে আমি বাঁচিবারে
চাই।'