‘আমগুলো এখনো কাঁচা’ । এখানে ‘কাঁচা’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

A অসিদ্ধ

B অস্থায়ী

C অপক্ব

D অপটু

Solution

Correct Answer: Option C

"বাংলাভাষায় ব্যবহৃত চতুর্বিধ 'আম' শব্দ"
 
বাংলায় চার রকমের অর্থ নিয়ে ৪টি 'আম' শব্দ বিরাজমান। কিন্তু এর একটিও নিখাদ দেশি শব্দ নয়। উক্ত চতুর্বিধ 'আম' শব্দের, তিনটি সংস্কৃত ও একটি ফারসি শব্দজ।
১) আম (বি)> সংস্কৃত 'অম্ল' শব্দজাত
অর্থ— পেটের একপ্রকার রোগে মলদ্বার
দিয়ে নিসৃত পদার্থ। (আমাশয় =
আম + আশয়)

২) আম (বি)> সংস্কৃত 'আম্র' শব্দজাত
অর্থ— শাঁসযুক্ত রসালো অম্লমধুর দ্বিবীজ
ফলবিশেষ।

৩) আম (বিণ)> সংস্কৃত শব্দজাত
অর্থ— অপক্ব, কাঁচা (আম মাংস);
অদগ্ধ. আপোড়া (আমসরা, আমহাঁড়ি)

৪) আম (বি, বিণ)> ফারসি শব্দজাত
অর্থ— (বি) সাধারণ।
(বিণ) সর্বসাধারণের। (আমদরবার)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions