১) আম (বি)> সংস্কৃত 'অম্ল' শব্দজাত
অর্থ— পেটের একপ্রকার রোগে মলদ্বার
দিয়ে নিসৃত পদার্থ। (আমাশয় =
আম + আশয়)
২) আম (বি)> সংস্কৃত 'আম্র' শব্দজাত
অর্থ— শাঁসযুক্ত রসালো অম্লমধুর দ্বিবীজ
ফলবিশেষ।
৩) আম (বিণ)> সংস্কৃত শব্দজাত
অর্থ— অপক্ব, কাঁচা (আম মাংস);
অদগ্ধ. আপোড়া (আমসরা, আমহাঁড়ি)
৪) আম (বি, বিণ)> ফারসি শব্দজাত
অর্থ— (বি) সাধারণ।
(বিণ) সর্বসাধারণের। (আমদরবার)