কোনটি তদ্ধিত প্রত্যয়?

A মেঘলা

B চত্বর

C স্থাবর

D রান্না

Solution

Correct Answer: Option A

 মেঘ + লা = মেঘলা- এটি 'লা' যোগে গঠিত বাংলা তদ্ধিত প্রত্যয়।

-নাম বা শব্দের সঙ্গে বা শেষে যেসব প্রত্যয় যোগ হয়ে নতুন শব্দ গঠিত হয়, তাকে তদ্ধিত প্রত্যয় বলে।
বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় তিন প্রকার। যথা -
- বাংলা তদ্ধিত প্রত্যয়,
- বিদেশী তদ্ধিত প্রত্যয় এবং
- তৎসম বা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions