'রত্নদ্বীপ'- ভাস্কর্যটির স্থপতি কে?

A সুদীপ্ত রায়

B আব্দুর রাজ্জাক

C হামিদুর রহমান

D মৃণাল হক

Solution

Correct Answer: Option D

'রত্নদ্বীপ'- ভাস্কর্যটির স্থপতি মৃণাল হক। এর অবস্থায় ঢাকার তেজগাঁও এলাকায়। এছাড়াও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ‘রাজসিক’, পরীবাগ মোড়ে ‘জননী ও গর্বিত বর্ণমালা’, ইস্কাটনে ‘কোতোয়াল’, সাতরাস্তায় ‘বর্ষারাণী’, মতিঝিলের ‘বক’, নৌ সদর দপ্তরের সামনে ‘অতলান্তিকে বসতি’, সায়েন্স ল্যাবরেটরি মোড়ের ভাস্কর্য, বঙ্গবাজারে মুক্তিযুদ্ধের ভাস্কর্য-এর স্থপতিও মৃণাল হক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions