Solution
Correct Answer: Option C
- সম্রাট জালালউদ্দিন আকবরের সময়কাল ছিল ১৫৫৬-১৬০৫ খ্রিস্টাব্দ।
- তাকে মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক বলা।
- তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট।
- পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর ১৫৫৬ মাত্র ১৩ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন।
- বাংলায় বার ভূঁইয়াদের অভ্যুত্থান ঘটে আকবরের আমলে।
- সম্রাট আকবরের রাজস্বমন্ত্রী ছিলেন— টোডরমল
- সরকারি কাজে ফারসি ভাষা চালু করেন
- আকবরের সমাধি হল সেকেন্দ্রায়।