EU- এর আইনসভায় কতজন সদস্য রয়েছে? 

A ৫৫০ 

B ৬২১

C ৭২০

D ৯১৩ 

Solution

Correct Answer: Option C

- ইউরোপীয় ইউনিয়নের (EU) আইনসভা ইউরোপীয় পার্লামেন্ট (EP)।
- ইপি মূলত ইইউ সদস্য দেশগুলোর পার্লামেন্ট দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত।
- ইপিতে ৭২০ জন সদস্য রয়েছে।
- ইপি ইইউর একমাত্র সরাসরি নির্বাচিত সংস্থা, যা এর সদস্য দেশগুলোর নাগরিকদের প্রতিনিধিত্ব করে। - প্রতি ৫ বছরে ইপির সদস্য নির্বাচনে ভোট হয়। এই সদস্যরা আবার আড়াই বছরের জন্য ইপি প্রেসিডেন্ট নির্বাচন করেন।
- ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট নিয়োগ করে ইপি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions