'সন্ধ্যাভাষা' কোন সাহিত্যকর্মের সাথে যুক্ত?
Solution
Correct Answer: Option B
● যে ভাষা সুনির্দিষ্ট রূপ পায়নি, যে ভাষার অর্থ একাধিক অর্থাৎ আলো-আঁধারের মতো, সে ভাষাকে পণ্ডিতগণ সন্ধ্যা বা সান্ধ্য ভাষা বলেছেন। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন ‘চর্যাগীতি' বা 'চর্যাপদ' এ ভাষায় রচিত। সন্ধ্যা ভাষা সম্পর্কে হরপ্রসাদ শাস্ত্রী বলেন, ‘আলো-আঁধারির ভাষা, কতক আলো, কতক অন্ধকার, খানিক বুঝা যায়, খানিক বুঝা যায় না’ ।
● ‘পদাবলি’র অধিকাংশ পদ ব্রজবুলি ভাষায় রচিত;
● মঙ্গলকাব্য ও রোমান্সকাব্য বাংলা ভাষায় রচিত।