বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে কয়টি খাতে ভাগ করা হয়?

A ১২

B ১৩

C ১৪

D ১৫

Solution

Correct Answer: Option D

অর্থনীতিতে দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের বার্ষিক প্রবাহের মোট আর্থিক মূল্যকে জাতীয় আয় বলে। বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে বৃহৎ তিনটি খাতে (কৃষি, শিল্প ও সেবা) ভাগ করা হয়েছে। এ ৩টি বৃহৎ খাত সার্বিকভাবে ১৫টি খাতে বিভক্ত। সেগুলো হলো-

ক) কৃষিখাত
● (১) কৃষি ও বনজ (২) মৎস্য সম্পদ

● খ) শিল্পখাত
(৩) খনিজ ও খনন (৪) বৃহৎ ও মাঝারি শিল্প (৫) বিদ্যুৎ, গ্যাস ও পানি সম্পদ (৬) নির্মাণ যোগাযোগ (১০)

● গ) সেবাখাত
(৭) পাইকারি ও খুচরা বাণিজ্য (৮) হোটেল ও রেস্তোরা (৯) পরিবহন, সংরক্ষণ ও আর্থিক প্রতিষ্ঠান (১১) রিয়েল এস্টেট ও ভাড়া (১২) লোক প্রশাসন ও প্রতিরক্ষা (১৩) শিক্ষা (১৪) স্বাস্থ্য ও সামাজিক সেবা (১৫) কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions