Solution
Correct Answer: Option D
মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম
পত্রকাব্য ‘বীরাঙ্গনা' (১৮৬২)। এটি করুণ রসের পত্রকাব্য,
অমিত্রাক্ষর ছন্দে রচিত। এতে মোট ১১টি পত্র আছে।
দুষ্মন্তের প্রতি শকুন্তলা, দশরথের প্রতি কৈকেয়ী, সোমের
প্রতি তারা উল্লেখযোগ্য
যা
কাব্যটি ঈশ্বরচন্দ্র
মহাকাব্য
আখ্যানকাব্য
বিদ্যাসাগরকে উৎসর্গ করেন।