‘শ্যামল ছায়া’ উপন্যাসের পটভূমি হচ্ছে-

A গ্রামীণ জীবন

B শহুরে জীবন

C বাংলাদেশের মুক্তিযুদ্ধ

D নদী পাড়ের জীবন

Solution

Correct Answer: Option C

- 'শ্যামল ছায়া' উপন্যাসটি হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধের ওপর রচিত একটি উপন্যাস।
- এটি প্রথম প্রকাশিত হয় ২০০৩ সালের মার্চে, হুমায়ূন আহমেদের অধিকাংশ বইয়ের প্রকাশক অন্যপ্রকাশ-এর মলাটে।
- এখানে লেখক সরাসরি যুদ্ধের ঘটনার কথা বলেননি; বলেছেন, যুদ্ধের বীর সেনানী কয়েকজন মুক্তিযোদ্ধার গল্প; ফুটিয়ে তুলেছেন, তাদের অন্তরের কথা।

- হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধবিষয়ক আরও কিছু উপন্যাস হলো: জোছনা ও জননীর গল্প, সৌরভ, ১৯৭১, অনীল বাগচীর একদিন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions