Solution
Correct Answer: Option B
সন্ধি শব্দের অর্থ মিলন। পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে সন্ধি বলে। যেমন:
আশা+অতীত =আশাতীত; এখানে আ+অ = আ (।) হয়েছে।
বাংলা শব্দের সন্ধি দুই প্রকার। যথা: স্বরসন্ধি ও ব্যঞ্জনসন্ধি।
আবার, তৎসম শব্দের সন্ধি প্রধানত তিন প্রকার। যথা: স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গ সন্ধি।