খাঁটি বাংলায় কোন সন্ধি নেই?

A স্বরসন্ধি

B বিসর্গসন্ধি

C ব্যঞ্জনসন্ধি

D বাংলা সন্ধি

Solution

Correct Answer: Option B

সন্ধি শব্দের অর্থ মিলন। পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে সন্ধি বলে। যেমন:
আশা+অতীত =আশাতীত; এখানে আ+অ = আ (।) হয়েছে।

বাংলা শব্দের সন্ধি দুই প্রকার। যথা: স্বরসন্ধি ও ব্যঞ্জনসন্ধি।
আবার, তৎসম শব্দের সন্ধি প্রধানত তিন প্রকার। যথা: স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গ সন্ধি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions