A International Association for Environmental Aid
B International Atomic Energy Agency
C International Academy for Environmental Research
D International Association for Economic Aid
Solution
Correct Answer: Option B
১৯৫৩ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আইজেন
হাওয়ার পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা
এবং বিভিন্ন পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একটি
আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব করলে জাতিসংঘের অধীনে
স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে ১৯৫৭ সালের ২৯ জুলাই
International Atomic Energy Agency (IAEA)
প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়
অবস্থিত। পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারকে উৎসাহিত
করার কাজের স্বীকৃতিস্বরূপ ২০০৫ সালে সংস্থাটি নোবেল
পুরস্কার লাভ করে।