পানির ছোট ফোঁটা পানির কোন গুণের কারণে গোলাকৃতি হয়?
A আর্দ্রতা
B স্থিতিস্থাপকতা
C প্লবতা
D পৃষ্ঠটান
Solution
Correct Answer: Option D
পৃষ্ঠটান হচ্ছে তরল পদার্থের স্থিতি স্থাপক প্রবণতা,
যা তরলকে সম্ভাব্য সর্বনিম্ন ক্ষেত্রফল প্রদান করে। পানির
একটি ছোট ফোঁটা পানির পৃষ্ঠটান গুনের জন্য গোলাকৃতির হয়।