সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশ অংশে পড়েছে?

A ৫৪ শতাংশ

B ৫৮ শতাংশ

C ৬২ শতাংশ

D ৬৬ শতাংশ

Solution

Correct Answer: Option C

সুন্দরবনের মোট আয়তন ১০,০০০ বর্গ কিলোমিটার এর মধ্যে ৬,০১৭ বর্গ কিলোমিটার (৬২%) রয়েছে বাংলাদেশে। সুন্দরবন ১৯৯৭ খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। মোট বনভূমির ৩১.১ শতাংশ, অর্থাৎ ১,৮৭৪ বর্গকিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা, খাল-বিল ও জলাকীর্ণ অঞ্চল। এই বনভূমিতে রয়েছে বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরণের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণী। সর্বষেষ জরিপ মোতাবেক বর্তমানে সুন্দরবন এলাকায় ৫০০ বাঘ ও ৩০,০০০ চিত্রা হরিণ রয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions